রংপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
দিনের শুরুতেই সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলোর প্রতিধ্বনি হয় নতুন করে।
জুলাই মাসজুড়ে চলমান এই কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা। শহীদ আবু সাঈদের স্মৃতি থেকে এই পরিবর্তনের অনুপ্রেরণা নিচ্ছি।’
আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।
দিনের শুরুতেই সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলোর প্রতিধ্বনি হয় নতুন করে।
জুলাই মাসজুড়ে চলমান এই কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা। শহীদ আবু সাঈদের স্মৃতি থেকে এই পরিবর্তনের অনুপ্রেরণা নিচ্ছি।’
আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
১ ঘণ্টা আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
২ ঘণ্টা আগে