Ajker Patrika

রংপুরে ভুয়া পরীক্ষার্থীকে ১ মাসের কারাদণ্ড

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
রংপুরে ভুয়া পরীক্ষার্থীকে ১ মাসের কারাদণ্ড

রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন উপজেলার রানীপুকুর স্কুল ও কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত সাকিবুল হাসান মানিকগঞ্জ জেলার পারুলিয়া দৌলতপুর এলাকার আনছার আলীর ছেলে। তিনি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় শাহ আবুল কাশেম দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী আব্দুল কাদের সুজনের পরিচয়ে পরীক্ষায় প্রক্সি দেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন  কেন্দ্র পরিদর্শনে গিয়ে রানীপুকুর স্কুল ও কলেজ কেন্দ্রে একজন  পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। তখন কাগজপত্র যাচাই করে দেখা যায়, সাকিবুল হাসান পরীক্ষার্থী সেজে আব্দুল কাদের সুজন নামে একজন পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত