Ajker Patrika

রাজধানীর ডেমরায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫২
Thumbnail image

সংসারের আর হাল ধরা হলো না পিতৃহারা স্কুলছাত্র আবদুল্লাহের। রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কোনাপাড়ায় বেপরোয়া গতির গাড়ি কেড়ে নিল তার প্রাণ। মাথায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় বেপরোয়া গতির ওই অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেন নিহতের মামা শেখ আরিফুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

নিহত আব্দুল্লাহ পাড়া ডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ঢাকার নবাবগঞ্জ থানার চরচরিয়া চুড়াইন এলাকার মৃত সেলিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কোনাপাড়া লেকের পাশ দিয়ে এক্সপ্রেস হাইওয়েতে সাইকেল দিয়ে ওঠার সময় বেপরোয়া গতির যান আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। 

নিহত স্কুলছাত্রের মা লাকি বেগম ও বাদীর বরাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ মাস আগে আবদুল্লাহর বাবার মৃত্যু হয়। মায়ের ইচ্ছে ছিল মা ও এক বোনের সংসারের হাল ধরবে ছেলেটি। সে স্বপ্ন আর পূরণ হলো না মায়ের।’

তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি বিকেলে আল আমিন রোডের ভাড়া বাসা থেকে বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় আব্দুল্লাহ। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোনাপাড়া লেকের পাড় দিয়ে এক্সপ্রেস হাইওয়ের ওপর ওঠার সময় অজ্ঞাতনামা গাড়ির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়িটি স্টাফ কোয়ার্টার থেকে আসা যাত্রাবাড়ীগামী ছিল।’

ওই গাড়িটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত