Ajker Patrika

ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় কিশোরসহ ৭জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫০
ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় কিশোরসহ ৭জন গ্রেপ্তার

চট্টগ্রামে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী তরুণকে হত্যার ঘটনায় তিন কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ রোববার নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। 

গ্রেপ্তারকৃতরা হলেন হাবীব হোসেন মুন্না (১৯), রাকিব হাসান (১৯), মো. সজীব (২৫) ও মো. হৃদয় (২১)। গ্রেপ্তার বাকি তিনজন ১৬ বছরের কিশোর বলে জানায় পুলিশ। 

নিহত তরুণের নাম আব্দুর রহমান ওরফে সুজন (১৯)। তিনি নগরীর মোস্তফা হাকিম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, তিন মাস আগে সুজনের বাবা মারা যাওয়ার পর পরিবারের সব সদস্য চট্টগ্রাম ছেড়ে নোয়াখালীর গ্রামের বাড়িতে চলে যায়। সম্প্রতি অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা দিতে সুজন চট্টগ্রামে আসেন। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় নগরীর আমবাগান ক্যানটিন গেট পাকা রাস্তার ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান ওরফে সুজন ও তাঁর বন্ধু রাশেদুল আলম ইমনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রোববার পুলিশের হাতে গ্রেপ্তার ৭ আসামিসহ ১২ জনের নামে একটি হত্যা মামলা করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত