মদ-জুয়া থেকে বিরত থাকার নির্দেশ
মাদক কারবারি ও জুয়া মূলত শয়তানি কাজ। দেশীয় ও ইসলামি আইনে এই কাজ অত্যন্ত গর্হিত ও নিষিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক শর (লটারি) এসব ঘৃণ্য শয়তানি কার্যকলাপ।