শাবাশ বাবা মাশরাফি
বাবা, বলছি তুমি আমার সন্তানের বয়সী এই ভরসায়। পদ্মা সেতুর উদ্বোধন-আনন্দে যখন আমরা দেশের প্রায় সবাই প্রবাহিত, ভেতরে কোথায় যেন উদ্বেগ কাজ করছিল, এ দেশে আনন্দের আয়ু বড় স্বল্প। তোমাকে পছন্দ করি তুমি দেশজননীর সাহসী সন্তান। কত আঘাত সামলে বারবার তুমি মাঠে ফিরে এসেছ। অধিনায়ক হিসেবে মাঠযুদ্ধে তুমি জয়-পরাজয়ে ল