Ajker Patrika

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড সোয়া ৪ কোটি টাকার টোল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে একদিনে রেকর্ড সোয়া ৪ কোটি টাকার টোল

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার করেছে। এতে মোট ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এটাই পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়। 
 
পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার রাত পোহালেই ঈদুল আজহা। শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ তেমন একটা নেই। মোটামুটি স্বাভাবিক রয়েছে যানবাহন পারাপার। এখন সেতুতে ৬টি লেন দিয়ে যানবাহনগুলো টোল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আর প্রতি ১০ সেকেন্ডর মধ্যেই একটি যানবাহন টোল দিয়ে অতিক্রম করছে।

এদিকে, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আজ শনিবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। ঈদে ঘরমুখো মানুষ বাড়ি যাচ্ছে নির্বিঘ্নে। ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক।  

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার করেছে। ছবি: আজকের পত্রিকাহাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। 

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল থেকেই এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোন রকম কোন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত