জেলেপল্লিতে আহাজারি
‘সোমবার রাতে স্বপ্নে দেখি, আমার বড় পোলার ট্রলার ডুইবা গেছে, আমার পোলার তো ট্রলার নাই। সে গেছে মানষের ট্রলারে, কী স্বপ্নে দেখলাম আর কী হইল। আমার দুই পোলা মাছ ধরতে যাইয়া নিখোঁজ হইছে। ও আল্লাহ! আমার ছোডো ছোডো নাতিগো দিকে তাকাইয়া আমার কোলে পোলা দুইডারে ফিরাইয়া দাও।’ এমন আহাজারি করছেন মাছ ধরতে গিয়ে নিখোঁ