Ajker Patrika

‘ভালো থেকো বাংলাদেশ ভালো থেকো বরগুনা’

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ২০
‘ভালো থেকো বাংলাদেশ ভালো থেকো বরগুনা’

ভারতের তামিলনাড়ু থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে আসা সেই প্রেমকান্ত অবশেষে বরগুনা ছেড়েছেন। গতকাল শনিবার বেলা ২টার দিকে বরগুনার খাজুরতলা বাস টার্মিনাল থেকে একটি বাসে তিনি বরিশালের উদ্দেশে রওনা হয়ে যান। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা বাস টার্মিনালে উৎসুক জনতা ভিড় জমালে প্রেমকান্ত তাঁদের উদ্দেশ বাংলায় বলেন, ‘ভালো থেকো বরগুনা, ভালো থেকো বাংলাদেশ।’

এদিকে প্রেমকান্তের বিরুদ্ধে বরগুনার তালতলী থানায় ওই কলেজছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেছেন। তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তাঁর দাবি, ভারত থেকে আসা যুবক তালতলীতে এসে তাঁর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক দাবি করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

অভিযোগ প্রসঙ্গে তরুণীর বাবা বলেন, ‘আমরা জানতাম সে (প্রেমকান্ত) ঢাকা থেকে শনিবার ভারতে চলে যাবে। কিন্তু হঠাৎ শুক্রবার জানতে পারি তালতলীতে এসেছে। সে তালতলী এসে আমার মেয়েকে আবারও প্রেমিকা দাবি করে এবং নানা ধরনের কথাবার্তা ছড়ায়। স্থানীয় থানা-পুলিশের শরণাপন্ন হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি দাবি করেন, তাঁর মেয়ের সঙ্গে ভারতীয় ওই যুবকের কোনো সম্পর্ক নেই। বরং ওই যুবক এখানে এসেও তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, ‘তিনি (প্রেমকান্ত) যেহেতু অন্য দেশের নাগরিক, আমরা তাঁকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি এবং তাঁকে বুঝিয়ে ভারতে ফিরে যেতে অনুরোধ করেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং ভারতে ফিরে যাওয়ার জন্য শনিবার দুপুরে বরগুনা থেকে চলে গিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত