Ajker Patrika

অবাধে গাড়ি চালাতে চান ইজিবাইকের চালকেরা

বরগুনা প্রতিনিধি
অবাধে গাড়ি চালাতে চান ইজিবাইকের চালকেরা

বরগুনা-নিশানবাড়িয়া সড়কে ইজিবাইক চলা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন ইজিবাইকচালক ও বাসমালিকেরা। ইজিবাইকচালকেরা সব সময় গাড়ি চালাতে চান সড়কে; কিন্তু বাসমালিক কর্তৃপক্ষ বেলা দুইটার আগে ইজিবাইক ওই সড়কে উঠতে দিতে নারাজ। ইজিবাইক চলাচলে বাধা দেওয়া, চালকদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগে বাসমালিক সমিতির বিরুদ্ধে ইজিবাইকচালকেরা গতকাল বিক্ষোভ মিছিল করেন। ৫ শতাধিক ইজিবাইকচালক সার্কিট হাউস মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড় হন। সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে দাবির বিষয়ে জানান।

বরগুনা-নিশানবাড়িয়া সড়কের ইজিবাইকচালক-মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ শান্ত বলেন, ‘বরগুনা-নিশানবাড়িয়া সড়কটি আঞ্চলিক মহাসড়ক নয়। এই সড়কে বাসমালিক সমিতি মনগড়া আইন করেছে, বেলা ২টার পর ছাড়া ইজিবাইক চলতে পারবে না। আন্দোলন করার পর এই নিয়ম বন্ধ ছিল। হঠাৎ করেই বাসমালিক সমিতি ঘোষণা দেয়, ১ সেপ্টেম্বর থেকে এ সড়কে ইজিবাইক আগের নিয়মে বেলা দুইটার পরে চলবে। এমপি মহোদয় ও ডিসি স্যার আমাদের দাবির সঙ্গে একমত হননি। তাঁরা দুইটার পর চালাতে বলেছেন।’

সদর উপজেলার লাকুরতলা মনসাতলি এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘আমি বাস জার্নি করত পারি না। জেলা শহরে যেতে ইজিবাইকে চলি। কিন্তু বাস মালিকদের লোকজন ইজিবাইক আটকে চাবি নিয়ে ইজিবাইক চালকদের অপদস্থ করে।’ মাইঠা চৌমুহনী এলাকার ইজিবাইকচালক মো. আল আমিন বলেন, ‘প্রতি সপ্তাহে ছয় হাজার টাকা কিস্তি দিতে হয়। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই অবস্থায় যদি গাড়ি চালাতে না পারি, খুব বিপদ হবে।’

বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক  চলাচল করা নিষেধ। এ নিয়ে সংসদ সদস্য জেলা প্রশাসক, পুলিশ সুপারের যৌথ বৈঠকে বেলা ২টার পর থেকে ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত ও রেজল্যুশন হয়েছে। তারপরও ছাড় দিয়েছি। এখন আমরাই চলতে পারছি না। তাই ১ সেপ্টেম্বর থেকে আবারও কার্যকর করতে চাই।’

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ইজিবাইকচালকদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করব। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ইজিবাইকচালকেরা খুবই নিডি। সংসার চালানোর জন্য রাস্তায় গাড়ি নিয়ে নেমে রুজি-রোজগার করে। বাসমালিক সমিতির সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত