অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে প্রতারণা, ২ সহোদর গ্রেপ্তার
নড়াইল জেলার কালিয়ায় থেকে অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নয়টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।