Ajker Patrika

নড়াইলে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
Thumbnail image

নড়াইলে মাদক মামলায় কাদের বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি করে কাদের বিশ্বাসের কাছ থেকে তিন লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত