Ajker Patrika

লোহাগড়ায় ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
Thumbnail image

নড়াইলের লোহাগড়ায় মো. সফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

সফিকুল ইসলামকেকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি যশোরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলাল ও পুলিশসহ বিভিন্ন কর্মচারীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা হাসপাতালে অভিযান চালিয়ে সফিকুল ইসলামকে আট করা হয়। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আফরিন জাহান আরও বলেন, ভুয়া চিকিৎসক সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগীর চিকিৎসা করতেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত