Ajker Patrika

ঘুম পাড়িয়ে বাইরে গেলেন মা, ডোবায় মিলল শিশুর লাশ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭: ৫২
ঘুম পাড়িয়ে বাইরে গেলেন মা, ডোবায় মিলল শিশুর লাশ

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত