ঝুঁকি নিয়ে নদী পারাপার
বরিশালের কীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ নদীতে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ছোট নৌযান। ঝুঁকি নিয়ে রাতবিরাতে নদী পাড়ি দেওয়া এসব ট্রলার, স্পিডবোট চলাচল অবৈধ। তারপরও প্রশাসনের চোখের সামনে অদক্ষ চালক দিয়ে এ সব নৌযান ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছে বিভিন্ন নৌপথে।