নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস, নৌযান শ্রমিকদের ১০ দফাসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সম্মেলন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. শাহ আলম ভূঁইয়া। উদ্বোধনী অধিবেশন শেষে নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির ঊর্ধ্বতন নেতারা।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, নৌযান শ্রমিকেরা নানান সমস্যায় জর্জরিত। এসব বাধা মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। সামনের দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নবী আলম মাস্টার, সহসভাপতি আফসার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী, দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস, নৌযান শ্রমিকদের ১০ দফাসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সম্মেলন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. শাহ আলম ভূঁইয়া। উদ্বোধনী অধিবেশন শেষে নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির ঊর্ধ্বতন নেতারা।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, নৌযান শ্রমিকেরা নানান সমস্যায় জর্জরিত। এসব বাধা মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। সামনের দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নবী আলম মাস্টার, সহসভাপতি আফসার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী, দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশসন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ সেকেন্ড আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেবেলা তখন ১টা ১৫ এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
১৪ মিনিট আগে