জীর্ণ সেতু, পারাপারে ঝুঁকি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ভুলুয়া নদীর সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রয়েছে। সেতুর পাটাতন ও রেলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা ও নড়বড়ে এ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং চার উপজেলার কয়েক হাজার পথচারী।