Ajker Patrika

বিএনপির ইফতারে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ৫২
বিএনপির ইফতারে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শিল্পপতি ফখরুল ইসলামের নির্মীয়মাণ বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

ইফতারের আগে সংঘর্ষে আহতরা হলেন মোবারক (২২), নুর উদ্দিন (২৩) এবং সুমন (২২)। এদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইফতার মাহফিলের শুরুতে হাসনা মওদুদপন্থী বিএনপি নেতা মানছুরুল হক বাবরের নেতৃত্বে তাঁর সহযোগীরা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং চেয়ার ভাঙচুর করেন। এ সময় বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, পৌর ছাত্রদল নেতা ওবায়দুল হক রাফেল এবং যুবদল নেতা রাসেলের মোটরসাইকেল ভাঙচুর করেন দলীয় কর্মীরা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার এবং সাধারণ সম্পাদক আবদুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বাবর গ্রুপ সভাস্থল ত্যাগ করে চলে যায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম, ওমর ফারুক টফি, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, জাহেদুর রহমান রাজন, ফজলুল কবির ফয়সল, জাহাঙ্গীর আলম, শওকত হোসেন ছগির প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে।’ তিনি এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষের পথ পরিহারের আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত