কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শিল্পপতি ফখরুল ইসলামের নির্মীয়মাণ বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
ইফতারের আগে সংঘর্ষে আহতরা হলেন মোবারক (২২), নুর উদ্দিন (২৩) এবং সুমন (২২)। এদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইফতার মাহফিলের শুরুতে হাসনা মওদুদপন্থী বিএনপি নেতা মানছুরুল হক বাবরের নেতৃত্বে তাঁর সহযোগীরা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং চেয়ার ভাঙচুর করেন। এ সময় বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, পৌর ছাত্রদল নেতা ওবায়দুল হক রাফেল এবং যুবদল নেতা রাসেলের মোটরসাইকেল ভাঙচুর করেন দলীয় কর্মীরা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার এবং সাধারণ সম্পাদক আবদুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বাবর গ্রুপ সভাস্থল ত্যাগ করে চলে যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম, ওমর ফারুক টফি, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, জাহেদুর রহমান রাজন, ফজলুল কবির ফয়সল, জাহাঙ্গীর আলম, শওকত হোসেন ছগির প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে।’ তিনি এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষের পথ পরিহারের আহ্বান জানান তিনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শিল্পপতি ফখরুল ইসলামের নির্মীয়মাণ বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
ইফতারের আগে সংঘর্ষে আহতরা হলেন মোবারক (২২), নুর উদ্দিন (২৩) এবং সুমন (২২)। এদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইফতার মাহফিলের শুরুতে হাসনা মওদুদপন্থী বিএনপি নেতা মানছুরুল হক বাবরের নেতৃত্বে তাঁর সহযোগীরা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং চেয়ার ভাঙচুর করেন। এ সময় বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, পৌর ছাত্রদল নেতা ওবায়দুল হক রাফেল এবং যুবদল নেতা রাসেলের মোটরসাইকেল ভাঙচুর করেন দলীয় কর্মীরা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার এবং সাধারণ সম্পাদক আবদুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বাবর গ্রুপ সভাস্থল ত্যাগ করে চলে যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম, ওমর ফারুক টফি, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, জাহেদুর রহমান রাজন, ফজলুল কবির ফয়সল, জাহাঙ্গীর আলম, শওকত হোসেন ছগির প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারি দল আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হামলা চালিয়েছে।’ তিনি এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষের পথ পরিহারের আহ্বান জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪