Ajker Patrika

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না মাহবুবার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১২: ২৮
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না মাহবুবার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহবুবা সুলতানা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এই সময় আহত হন মাহবুবা সুলতানার বাবা মাহবুব আলম ও অটোরিকশার চালক। তাঁদের দুজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মাহবুবা উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর থেকে মাহবুবা সুলতানাদের নিয়ে বেপরোয়া গতিতে অটোরিকশার চালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যান। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহবুবা সুলতানার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত