Ajker Patrika

‘বিএনপি নেতাদের মামলা দিয়ে হয়রানি করছে সরকার’

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২: ৫৮
‘বিএনপি নেতাদের মামলা দিয়ে হয়রানি   করছে সরকার’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ মো. শাহজাহান বলেছেন, এই সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে বিএনপির নেতা-কর্মীদের হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। খালেদা জিয়া এ দেশে সবচেয়ে বড় মজলুম। একজন সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় চিকিৎসার সুযোগ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।

নোয়াখালীর সুবর্ণচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজের পাশে চরজুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের নিজ বাড়িতে এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় মো. শাহজাহান আরও বলেন, এ সরকার সবদিকে ব্যর্থ হয়েছে, দ্রব্যমূল্য আজ লাগামছাড়া। সেটা বিদেশি প্রতিবেদনে বারবার প্রমাণিত হয়েছে। এই সরকারের নির্বাচন কোনো রাষ্ট্র মেনে নেয়নি। কারণ এ নির্বাচন হলো রাতে ভোট চুরির নির্বাচন।

চরজুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে এ ইফতার ও দোয়া হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা বিএনপি নেতা আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি কাজি আলমগীর, সিনিয়র সহসভাপতি নূর নবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদল সভাপতি বেলাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, বিএনপি নেতা সারওয়ার উদ্দিন দিদার, সাহাব উদ্দিন স্বপন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক।

এ ছাড়া চরজুবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত