এক ওভারে ৬ ছক্কা মারা নেপালি ক্রিকেটারের বড় লাফ
টি-টোয়েন্টির যুগে রানের বন্যা দেখা যায় প্রায়ই। বিশ্বের যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, চার-ছক্কার ফুলঝুরিতে মুখর হয়ে ওঠে গ্যালারি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কার ঘটনা ঘটেছে কেবল তিনটি। সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন নেপালের দ্বীপেন্দ্র সিং ঐরি। র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন নেপালি এই ক্রিকেটার।