Ajker Patrika

এশিয়া কাপ নিশ্চিত করে নেপালের ইতিহাস

আপডেট : ০২ মে ২০২৩, ১৬: ২৭
এশিয়া কাপ নিশ্চিত করে নেপালের ইতিহাস

ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।

ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত