ক্রীড়া ডেস্ক
নিজের সামনে নিজের রেকর্ড ভাঙা, তাও করলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটার—নেপালি ক্রিকেটার কুশল মাল্লার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির কীর্তি পাঁচ মাস পরই আজ ভেঙে গেল। ফিল্ডিংয়ে থাকা অবস্থায় কুশল চেয়ে চেয়ে দেখলেন নামিবিয়ার ব্যাটার ইয়ান নিকোল লফ্টি ইটনের ঝড়।
হ্যাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর কুশল ৩৪ বলে সেঞ্চুরি করেন মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি ছিল ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের। পাঁচ মাস পর আজ কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় নেপাল-নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নামিবিয়ার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ৩ উইকেটে ৬২ রান। তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন লফ্টি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ৩৩ বলে। তাতে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। ১৯ তম ওভারের তৃতীয় বলে দিপেন্দ্র সিং আইরিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লফ্টি-ইটন।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লফ্টি-ইটন। ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার। তাঁর সেঞ্চুরির দিন নামিবিয়া ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৬ রান। রান তাড়া করতে নেমে নেপাল করেছে ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। নামিবিয়ার ২০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লফ্টি-ইটন। ব্যাটিংয়ে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২৯ রান খরচ করে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির মধ্যে দুটি টেস্ট খেলুড়ে দেশের। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা—দুই ক্রিকেটারই সেঞ্চুরি করেন ৩৫ বলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড:
ইয়ান নিকোল লফ্টি-ইটন (নামিবিয়া); ৩৩ বল; প্রতিপক্ষ: নেপাল; ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
কুশল মাল্লা (নেপাল); ৩৪ বল; প্রতিপক্ষ: মঙ্গোলিয়া; ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা); ৩৫ বল; প্রতিপক্ষ: বাংলাদেশ; ২৯ অক্টোবর, ২০১৭
রোহিত শর্মা (ভারত); ৩৫ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২২ ডিসেম্বর, ২০১৭
সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র); ৩৫ বল; প্রতিপক্ষ: তুরস্ক; ৩০ আগস্ট, ২০১৯
নিজের সামনে নিজের রেকর্ড ভাঙা, তাও করলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটার—নেপালি ক্রিকেটার কুশল মাল্লার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির কীর্তি পাঁচ মাস পরই আজ ভেঙে গেল। ফিল্ডিংয়ে থাকা অবস্থায় কুশল চেয়ে চেয়ে দেখলেন নামিবিয়ার ব্যাটার ইয়ান নিকোল লফ্টি ইটনের ঝড়।
হ্যাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর কুশল ৩৪ বলে সেঞ্চুরি করেন মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি ছিল ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের। পাঁচ মাস পর আজ কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় নেপাল-নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নামিবিয়ার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ৩ উইকেটে ৬২ রান। তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন লফ্টি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ৩৩ বলে। তাতে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। ১৯ তম ওভারের তৃতীয় বলে দিপেন্দ্র সিং আইরিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লফ্টি-ইটন।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লফ্টি-ইটন। ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার। তাঁর সেঞ্চুরির দিন নামিবিয়া ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৬ রান। রান তাড়া করতে নেমে নেপাল করেছে ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। নামিবিয়ার ২০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লফ্টি-ইটন। ব্যাটিংয়ে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২৯ রান খরচ করে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির মধ্যে দুটি টেস্ট খেলুড়ে দেশের। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা—দুই ক্রিকেটারই সেঞ্চুরি করেন ৩৫ বলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড:
ইয়ান নিকোল লফ্টি-ইটন (নামিবিয়া); ৩৩ বল; প্রতিপক্ষ: নেপাল; ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
কুশল মাল্লা (নেপাল); ৩৪ বল; প্রতিপক্ষ: মঙ্গোলিয়া; ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা); ৩৫ বল; প্রতিপক্ষ: বাংলাদেশ; ২৯ অক্টোবর, ২০১৭
রোহিত শর্মা (ভারত); ৩৫ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২২ ডিসেম্বর, ২০১৭
সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র); ৩৫ বল; প্রতিপক্ষ: তুরস্ক; ৩০ আগস্ট, ২০১৯
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩০ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে