ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালেই গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে আজ সুপার সিক্সে প্রথম ম্যাচ খেলছে মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে চেপে ধরেছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল অধিনায়ক দেব খানাল। নেপালের উদ্বোধনী জুটি ভেঙে গেছে দলীয় ১৮ রানেই। চতুর্থ ওভারের পঞ্চম বলে মারুফ মৃধাকে ড্রাইভ করতে যান নেপালের ওপেনার বিপিন রাওয়াল। এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১২ বলে ২ রান করেন রাওয়াল। তিনি দলটির উইকেটরক্ষকেরও দায়িত্বে।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন আকাশ ত্রিপাঠি। তবে দ্রুতই নিজের উইকেট হারিয়েছেন ত্রিপাঠি। অষ্টম ওভারের পঞ্চম বলে ইকবাল হোসেন ইমন ফুলটস দেন আকাশ ত্রিপাঠিকে। মিড অফে রাব্বির হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন ত্রিপাঠি। এরপর নবম ওভারের তৃতীয় বলে নেপালের আরেক ওপেনার অর্জুন কুমালকে ফেরান রহনত উল্লাহ বর্ষণ। ডিপ থার্ড ম্যানে এবার ক্যাচ ধরেন মারুফ। ২৬ বলে ২ চারে ১৪ রান করেন কুমাল। দ্রুত ২ উইকেট হারিয়ে নেপালের স্কোর হয়ে যায় ৮.৩ ওভারে ৩ উইকেটে ২৯ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন বিশাল বিক্রম কেসি। চার নম্বরে ব্যাটিংয়ে নামা খানালকে নিয়ে বিপদে পড়া নেপালের হাল ধরেন অধিনায়ক খানাল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই নেপালি ব্যাটার বিক্রম ও খানাল সাবধানে এগোতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন বিক্রম ও খানাল। নেপালের অধিনায়ক খানালকে ফিরিয়ে জুটি ভাঙেন জিসান আলম। ২৮ তম ওভারের চতুর্থ বলে জিসানকে ব্যাকফুটে খেলতে যান খানাল। কাভারে ক্যাচ ধরেন রাব্বি। ৬০ বলে ৩ চারে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। তাতে দলটির স্কোর হয়ে যায় ২৭.৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের ইনিংসের রানরেট চার পেরোতে পারেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের স্কোর ৩২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। ৩০ রানে ব্যাটিং করছেন বিক্রম। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৪টি চার। ১০ বলে ২ রানে ব্যাটিং করছেন গুলশান ঝা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মারুফ, ইমন, বর্ষণ ও জিসান।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালেই গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে আজ সুপার সিক্সে প্রথম ম্যাচ খেলছে মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে চেপে ধরেছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল অধিনায়ক দেব খানাল। নেপালের উদ্বোধনী জুটি ভেঙে গেছে দলীয় ১৮ রানেই। চতুর্থ ওভারের পঞ্চম বলে মারুফ মৃধাকে ড্রাইভ করতে যান নেপালের ওপেনার বিপিন রাওয়াল। এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১২ বলে ২ রান করেন রাওয়াল। তিনি দলটির উইকেটরক্ষকেরও দায়িত্বে।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন আকাশ ত্রিপাঠি। তবে দ্রুতই নিজের উইকেট হারিয়েছেন ত্রিপাঠি। অষ্টম ওভারের পঞ্চম বলে ইকবাল হোসেন ইমন ফুলটস দেন আকাশ ত্রিপাঠিকে। মিড অফে রাব্বির হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন ত্রিপাঠি। এরপর নবম ওভারের তৃতীয় বলে নেপালের আরেক ওপেনার অর্জুন কুমালকে ফেরান রহনত উল্লাহ বর্ষণ। ডিপ থার্ড ম্যানে এবার ক্যাচ ধরেন মারুফ। ২৬ বলে ২ চারে ১৪ রান করেন কুমাল। দ্রুত ২ উইকেট হারিয়ে নেপালের স্কোর হয়ে যায় ৮.৩ ওভারে ৩ উইকেটে ২৯ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন বিশাল বিক্রম কেসি। চার নম্বরে ব্যাটিংয়ে নামা খানালকে নিয়ে বিপদে পড়া নেপালের হাল ধরেন অধিনায়ক খানাল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই নেপালি ব্যাটার বিক্রম ও খানাল সাবধানে এগোতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন বিক্রম ও খানাল। নেপালের অধিনায়ক খানালকে ফিরিয়ে জুটি ভাঙেন জিসান আলম। ২৮ তম ওভারের চতুর্থ বলে জিসানকে ব্যাকফুটে খেলতে যান খানাল। কাভারে ক্যাচ ধরেন রাব্বি। ৬০ বলে ৩ চারে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। তাতে দলটির স্কোর হয়ে যায় ২৭.৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের ইনিংসের রানরেট চার পেরোতে পারেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের স্কোর ৩২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। ৩০ রানে ব্যাটিং করছেন বিক্রম। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৪টি চার। ১০ বলে ২ রানে ব্যাটিং করছেন গুলশান ঝা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মারুফ, ইমন, বর্ষণ ও জিসান।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে