Ajker Patrika

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে চাপে নেপাল 

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে চাপে নেপাল 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালেই গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে আজ সুপার সিক্সে প্রথম ম্যাচ খেলছে মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে চেপে ধরেছে বাংলাদেশ। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেপাল অধিনায়ক দেব খানাল। নেপালের উদ্বোধনী জুটি ভেঙে গেছে দলীয় ১৮ রানেই। চতুর্থ ওভারের পঞ্চম বলে মারুফ মৃধাকে ড্রাইভ করতে যান নেপালের ওপেনার বিপিন রাওয়াল। এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১২ বলে ২ রান করেন রাওয়াল। তিনি দলটির উইকেটরক্ষকেরও দায়িত্বে। 

উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন আকাশ ত্রিপাঠি। তবে দ্রুতই নিজের উইকেট হারিয়েছেন ত্রিপাঠি। অষ্টম ওভারের পঞ্চম বলে ইকবাল হোসেন ইমন ফুলটস দেন আকাশ ত্রিপাঠিকে। মিড অফে রাব্বির হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন ত্রিপাঠি। এরপর নবম ওভারের তৃতীয় বলে নেপালের আরেক ওপেনার অর্জুন কুমালকে ফেরান রহনত উল্লাহ বর্ষণ। ডিপ থার্ড ম্যানে এবার ক্যাচ ধরেন মারুফ। ২৬ বলে ২ চারে ১৪ রান করেন কুমাল। দ্রুত ২ উইকেট হারিয়ে নেপালের স্কোর হয়ে যায় ৮.৩ ওভারে ৩ উইকেটে ২৯ রান। 

দ্রুত ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন বিশাল বিক্রম কেসি। চার নম্বরে ব্যাটিংয়ে নামা খানালকে নিয়ে বিপদে পড়া নেপালের হাল ধরেন অধিনায়ক খানাল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই নেপালি ব্যাটার বিক্রম ও খানাল সাবধানে এগোতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বলে ৬২ রানের জুটি গড়েন বিক্রম ও খানাল। নেপালের অধিনায়ক খানালকে ফিরিয়ে জুটি ভাঙেন জিসান আলম। ২৮ তম ওভারের চতুর্থ বলে জিসানকে ব্যাকফুটে খেলতে যান খানাল। কাভারে ক্যাচ ধরেন রাব্বি। ৬০ বলে ৩ চারে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। তাতে দলটির স্কোর হয়ে যায় ২৭.৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের ইনিংসের রানরেট চার পেরোতে পারেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের স্কোর ৩২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। ৩০ রানে ব্যাটিং করছেন বিক্রম। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৪টি চার। ১০ বলে ২ রানে ব্যাটিং করছেন গুলশান ঝা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মারুফ, ইমন, বর্ষণ ও জিসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত