Ajker Patrika

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেনই না লামিচানে

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেনই না লামিচানে

সন্দীপ লামিচানের ধর্ষণের অভিযোগ নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে চলছে নানারকম ঘটনা। শেষ পর্যন্ত তাঁর রেহাই পাওয়া হয়নি। ধর্ষণে অভিযুক্তই রয়ে গেলেন নেপালি এই লেগস্পিনার। 

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কাঠমান্ডু জেলা আদালত আজ লামিচানেকে দোষী সাব্যস্ত করেছে। গত রোববার থেকে শুরু হওয়া চূড়ান্ত শুনানির ভিত্তিতে এই রায় দিয়েছে বিচারক শিশির রাজ ঢাকালের সিঙ্গেল বেঞ্চ। আদালত এমন সিদ্ধান্তে এসেছেন যে সেই মেয়ে নাবালিকা ছিলেন না। 

গত বছরের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে ২০ লাখ নেপালি মুদ্রায় জামিন মঞ্জুর করেছিলেন। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ লাখ ৩৬ হাজার টাকা। জামিনের পর নেপালের জার্সিতে তিনি নিয়মিতই খেলেছেন। পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে এশিয়া কাপে সবশেষ ওয়ানডে খেলেছেন এ বছরের ৪ সেপ্টেম্বর। আর কীর্তিপুরে এ বছরের ৫ নভেম্বর ওমানের বিপক্ষে খেলেন নেপালের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি। ওমানের বিপক্ষে ম্যাচটি ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত