ইতিহাস গড়ল নেপালের ক্রিকেট। প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল এশিয়ার দলটি। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপে খেলবে তারা। বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবে পরিচিত বিশ্বকাপ ক্রিকেট লিগ ২-এ বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ রানে হারিয়েছে নেপাল। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল তারা।
আজ কীর্তিপুরে ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপাল ক্রিকেটের ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ে দর্শক। মাঠে জায়গা না হওয়ায় কেউ কেউ খেলা দেখেন গাছের মগডালে বসে। ঘরের সমর্থকদের নিরাশ করেননি সন্দীপ লামিচানেরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩১০ রানের সংগ্রহ পায় আমিরাত। আসিফ খান ৪২ বলে করেন অপরাজিত ১০১ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১১ ছয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃত্ত অরবিন্দ ১২৮ বলে করেন ৯৪ রান। আইসিসির সহকারী দেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটিই দ্রুততম সেঞ্চুরি। আর ওয়ানডেতে চতুর্থ দ্রুততম।
তবে বিশাল সংগ্রহেও শেষ রক্ষা হয়নি তাদের। চার ফিফটিতে ৪৪ ওভারে ২৬৯ রান করে নেপাল। এরপর বৃষ্টি নেমে আসায় ৪৪ ওভারে ২৬১ রানের লক্ষ্য দাঁড়ালে ৯ রানের জয় পায় নেপাল। হারলেও ম্যাচসেরা হয়েছেন আসিফ।
ইতিহাস গড়ল নেপালের ক্রিকেট। প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল এশিয়ার দলটি। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপে খেলবে তারা। বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবে পরিচিত বিশ্বকাপ ক্রিকেট লিগ ২-এ বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ রানে হারিয়েছে নেপাল। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল তারা।
আজ কীর্তিপুরে ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপাল ক্রিকেটের ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ে দর্শক। মাঠে জায়গা না হওয়ায় কেউ কেউ খেলা দেখেন গাছের মগডালে বসে। ঘরের সমর্থকদের নিরাশ করেননি সন্দীপ লামিচানেরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩১০ রানের সংগ্রহ পায় আমিরাত। আসিফ খান ৪২ বলে করেন অপরাজিত ১০১ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১১ ছয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃত্ত অরবিন্দ ১২৮ বলে করেন ৯৪ রান। আইসিসির সহকারী দেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটিই দ্রুততম সেঞ্চুরি। আর ওয়ানডেতে চতুর্থ দ্রুততম।
তবে বিশাল সংগ্রহেও শেষ রক্ষা হয়নি তাদের। চার ফিফটিতে ৪৪ ওভারে ২৬৯ রান করে নেপাল। এরপর বৃষ্টি নেমে আসায় ৪৪ ওভারে ২৬১ রানের লক্ষ্য দাঁড়ালে ৯ রানের জয় পায় নেপাল। হারলেও ম্যাচসেরা হয়েছেন আসিফ।
বাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
৪২ মিনিট আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
১ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
২ ঘণ্টা আগেম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
৩ ঘণ্টা আগে