কলকাতা থেকে ফিরে গানের শুটিংয়ে
২৪ আগস্ট কলকাতা থেকে ফিরেছেন নুসরাত ফারিয়া। চার দিন ছিলেন সেখানে। রাজা চন্দের ‘ভয়’ সিনেমার ডাবিং শেষ করে ফিরেছেন। কলকাতা সফর নিয়ে নুসরাত বলেন, ‘ঢাকার মতোই কলকাতা খুব কাছের। কলকাতার একটা নয়, একাধিক প্রজেক্টে কাজ করছি। যশ দাশগুপ্তের সঙ্গে ‘‘রকস্টার’’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আরও কয়েকটি সিনেমার ক