Ajker Patrika

কলকাতা থেকে ফিরে গানের শুটিংয়ে

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০: ০৯
কলকাতা থেকে ফিরে গানের শুটিংয়ে

২৪ আগস্ট কলকাতা থেকে ফিরেছেন নুসরাত ফারিয়া। চার দিন ছিলেন সেখানে। রাজা চন্দের ‘ভয়’ সিনেমার ডাবিং শেষ করে ফিরেছেন। কলকাতা সফর নিয়ে নুসরাত বলেন, ‘ঢাকার মতোই কলকাতা খুব কাছের। কলকাতার একটা নয়, একাধিক প্রজেক্টে কাজ করছি। যশ দাশগুপ্তের সঙ্গে ‘‘রকস্টার’’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আরও কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। সময় হলেই সিনেমাগুলো নিয়ে কথা বলব।’

কলকাতা থেকে ফিরে তিন দিন বিশ্রাম নিয়ে আজ থেকে গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন ফারিয়া। বান্দরবানে শুটিং করবেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার একটি রোমান্টিক গানের। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। কোরিওগ্রাফি করবেন কলকাতার বাবা যাদব। ফারিয়ার সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সিয়াম আহমেদ।

ফারিয়া বলেন, ‘গানটি অনেক আগেই শুনেছি। অনেক দিন ধরে গানের ভিডিওর জন্য প্রাকটিসও করেছি। মাঝখানে শুটিং হওয়ার কথা থাকলেও নানা কারণে হয়নি। আজ থেকে শুটিং শুরু হচ্ছে। তিন দিন হবে শুটিং। বাবা যাদবের সঙ্গে এর আগে একাধিক কাজ করেছি। উনি বেশ যত্ন নিয়ে কাজ করেন। সাধারণত রোমান্টিক গান এক বা দুই দিনেই শুটিং হয়। উনি সময় নিয়ে কাজটি করতে চাইছেন। দর্শকেরা সিনেমাটি বেশ উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। কক্সবাজারে ঘটা করে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় কিছুদিন আগে। দর্শকেরা ট্রেলারটি পছন্দ করেছেন। চলচ্চিত্রসংশ্লিষ্টরা আশা করছেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’র ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে এই সিনেমা। ফারিয়াও তা-ই মনে করেন। তিনি বলেন, ‘করোনার শুরুর দিকে অনেক সিনেমা লাভের মুখ দেখেনি। তবে এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি পাল্টাচ্ছে। শেষ কয়েকটি সিনেমায় দর্শক প্রেক্ষাগৃহে ফিরেছে। তা ছাড়া দীপংকর দীপনের ‘‘ঢাকা অ্যাটাক’’ সিনেমাটি যাঁরা দেখেছেন, তাঁরা অনেক দিন ধরেই অপেক্ষায় আছেন দীপনের নতুন কাজের। উনি বেশ যত্ন নিয়ে সময় নিয়ে এই সিনেমার কাজ করেছেন। অনেক বড় একটা টিম কাজ করেছে এই সিনেমায়। সুন্দরবন নিয়ে এত বড় আয়োজনের সিনেমা বাংলাদেশে আগে হয়নি। সিনেমাটির মাধ্যমে দর্শকেরা না দেখা এক সুন্দরবনকে দেখতে পাবেন।’

‘অপারেশন সুন্দরবন’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘ভয়’, ‘পাতালঘর’সহ আরও বেশ কয়েকটি সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত