Ajker Patrika

শেষ হলো অঙ্কুশ ফারিয়ার ‘ভয়’

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০: ১২
শেষ হলো অঙ্কুশ ফারিয়ার ‘ভয়’

নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’র নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। যৌথ প্রযোজনার সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘বিবাহ অভিযান’-এ আবারও জুটি হন অঙ্কুশ-ফারিয়া। ওই বছরই অঙ্কুশের সঙ্গে আরেকটি প্রজেক্টে যুক্ত হন ফারিয়া। ‘ভয়’ নামের সিনেমাটির তখন কিছু অংশের শুটিং হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি।

সেই জট খুলল তিন বছর পর। গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয় রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ সিনেমার বাকি অংশের শুটিং। নুসরাত ফারিয়া ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, একটানা কাজ করে শুক্রবার শেষ হলো ‘ভয়’-এর পুরো শুটিং। শিগগিরই সিনেমাটি নিয়ে হলে দেখা দেবেন অঙ্কুশ-ফারিয়া জুটি। অভিনেত্রী জানিয়েছেন, শুটিং শেষ হলেও ‘ভয়’-এর ডাবিং বাকি আছে এখনো। আগামী মাসে ডাবিং শেষে সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ভয়’ প্রযোজনা করেছেন সন্দীপ জয়সওয়াল। তিনি জানিয়েছেন, এসভিএফের প্রযোজনায় তৈরি ‘বিবাহ অভিযান’ সিনেমায় অঙ্কুশ-ফারিয়া জুটি দর্শকদের পছন্দ হয়েছিল। তাই তিনি ও পরিচালক রাজা চন্দ ‘ভয়’ সিনেমার জন্য তাঁদের বেছে নিয়েছেন।

নুসরাত ফারিয়া অভিনীত অন্যান্য সিনেমার চেয়ে ‘ভয়’ অনেকটাই আলাদা। এতে অভিনেত্রীকে পাওয়া যাবে সাধারণ এক বাঙালি মেয়ের চরিত্রে। শিক্ষকতা করেন। সিনেমার গল্পে অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তাঁর ছোট বোন অটিস্টিক। মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলে পড়ান ফারিয়া। অঙ্কুশের বাবা নেই। কাকা পেশায় চিকিৎসক। মা-বোনকে নিয়ে অঙ্কুশ যখন বিপর্যস্ত, তখনই অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাৎ করতে আসে কাকা। এ সংকট নিয়ে এগিয়ে যায় ‘ভয়’ সিনেমার গল্প। অঙ্কুশ-ফারিয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিং, অসীম রায়চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত