Ajker Patrika

চলচ্চিত্রের গল্পে ফারিয়া-রোহান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৯: ০৩
চলচ্চিত্রের গল্পে ফারিয়া-রোহান

‘পর্দার আড়ালে’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন ইয়াশ রোহান। ছবিটি নির্মাণ করবেন পারভেজ আমিন। গল্প লিখেছেন তিনি নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

২৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই ছবির। পরিচালক পারভেজ জানান, চলচ্চিত্রবিষয়ক গল্প নিয়েই ছবির কাহিনি তৈরি হয়েছে। নব্বইয়ের দশকের একজন খ্যাতিমান অভিনেত্রী কিডন্যাপ হন। সেই ঘটনাকে ঘিরেই এগিয়েছে গল্প। এখনকার সময় আর তখনকার সময়ের একটা সংযুক্তি থাকবে ছবিতে।

পরিচালক আরও জানান, ‘নব্বইয়ের দশকে সিনেমার অবস্থা কেমন ছিল। পর্দার পেছনের গল্প কেমন ছিল। তখনকার আন্ডারগ্রাউন্ড পলিটিকস, বর্তমান প্রজন্ম আমাদের চলচ্চিত্র নিয়ে কী ভাবছে-এসবই পর্দায় ফুটিয়ে তোলা হবে। বলা যায়, দুই প্রজন্ম নিয়ে থ্রিলার গল্প।

ছবিতে ফারিয়া বর্তমান সময়ের একজন চলচ্চিত্র তারকার ভূমিকায় অভিনয় করবেন, যাঁর মা নব্বইয়ের দশকের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী। রোহান অভিনয় করবেন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে। তাঁর দৃষ্টিকোণ থেকেই গল্পটা দেখানো হবে। শুটিং হবে ঢাকায়।

ছবির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, জানুয়ারির শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। গল্পের প্রয়োজনে ছবিতে আরও বেশ কয়েকজন গুণী শিল্পী চুক্তিবদ্ধ হবেন। আপাতত নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নাম জানাতে চাইছেন না পরিচালক পারভেজ।

নুসরাত ফারিয়া বলেন, ‘নতুন বছরে প্রথম কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এতে আমি আর ইয়াশ রোহান জুটি হচ্ছি। আশা করি, দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত