Ajker Patrika

এই ঈদে পোস্টার আগামী ঈদে মুক্তি

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ০৮
এই ঈদে পোস্টার আগামী ঈদে মুক্তি

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসে কলকাতায় যৌথ প্রযোজনার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শেষ করেছেন তিনি। পয়লা বৈশাখে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই ঈদে প্রকাশ হবে টিজার। কোরবানির ঈদে দুই বাংলায় মুক্তি পাবে সিনেমা।

পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন নুসরাত ফারিয়া। বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। এর পরই ‘রকস্টার’ সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে দেখা করেন। ফারিয়াকে পরিচালক জানিয়েছেন, সিনেমাটি কোরবানির ঈদে একসঙ্গে দুই বাংলায় মুক্তি পাবে। নুসরাত ফারিয়া বলেন, ‘আমি খুবই খুশি। অনেক দিন পর দুই বাংলায় আমার সিনেমা আসছে। এ সিনেমার গল্পটা দারুণ! প্রথমবার যশের সঙ্গে জুটি হয়েছি। এর আগে জিৎ ও অঙ্কুশের সঙ্গে অভিনয় করা সিনেমাগুলো দর্শক পছন্দ করেছিল। আশা করছি, এবারও পছন্দ করবেন। সিনেমার নাম দেখে অনেকেই মনে করছেন কোনো রক তারকার গল্প। আসলে তা নয়। অনেক বড় একটা টুইস্ট অপেক্ষা করছে সবার জন্য।’

পরিচালক প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘এই সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। তিনি এর আগে আমার “বস-২”, “বাদশা”, “ধ্যাততেরিকি” সিনেমাগুলোর সহকারী পরিচালক ছিলেন। তাই তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য সহজ হয়েছে। একে অন্যের চাওয়া সহজে বুঝতে পেরেছি। পর্দায় দর্শক তার প্রতিফলন দেখতে পাবেন।’

রোজার ঈদের দিন ‘রকস্টার’-এর অফিশিয়াল পোস্টার প্রকাশ পাবে। তার পরই প্রকাশ পাবে টিজার। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’, ‘পর্দার আড়ালে’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘বিবাহ অভিযান ২’ ও ‘ভয়’ সিনেমাগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত