উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।
গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।
ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’
গতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।
নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।
উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।
গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।
ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’
গতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।
নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে