উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।
গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।
ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’
গতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।
নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।
উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ছাড়াও নুসরাত ফারিয়ার আরেকটি গুণের কথা সবাই জানেন। ভালো গানও করেন তিনি। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। ওই বছরের এপ্রিলে নুসরাত ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল গানটি নিয়ে।
গত বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান আসে ফারিয়ার। এ গান দিয়েও তিনি বেশ প্রশংসা পেয়েছিলেন। এরপর শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’তে গান গেয়েছেন। ফারিয়ার কণ্ঠে এবার শোনা যাবে আরেকটি নতুন গান। এরই মধ্যে গানটির ট্রায়াল ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি নিয়ে বিস্তারিত এখনই জানাতে চান না ফারিয়া। তিনি বলেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটি নিয়ে কাজ করছি।’ ফারিয়ার আগের দুটি গানের সংগীতায়োজক ছিলেন প্রীতম হাসান ও মাস্টার ডি। অভিনেত্রী ইঙ্গিত দিলেন, নতুন এ গানে পাওয়া যাবে নতুন কোনো কম্পোজারকে।
ফারিয়া বলেন, ‘আমরা এখন গানের কথার ওপর কাজ করছি। আমার তো গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমাকে একটু শিখিয়ে দিতে হয়। আমি চেষ্টা করি, কী করে যেন মাইক্রোফোনে শুনতে সেটা বেশ ভালো লাগে। সম্ভবত এটা আমার ভালো একটা গুণ।’
গতকাল শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করলেন। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সামিউর রহমান।
নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। এ দিনটি তিনি বাড়িতেই কাটাবেন। সময় দেবেন পরিবারকে। লকডাউনের মধ্যে ফারিয়া নতুনভাবে উপলব্ধি করেছেন, সারাক্ষণ কাজের গভীরে ডুবে থাকতে থাকতে এত দিন পরিবারকে সময় দেওয়া হয়নি একেবারেই। ফারিয়া তাই এখন কাজ আর ব্যক্তিজীবন–দুটোর মধ্যে সমন্বয় করা শিখে গেছেন।
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
৪ ঘণ্টা আগেইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
১০ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
১০ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১ দিন আগে