ওসির বিরুদ্ধে এজাহার পরিবর্তনের অভিযোগ
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলার এজাহার পরিবর্তনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সিরাজুল ইসলাম নামের এক বাদী। তিনি দাবি করেন, তাঁর মেয়ে দিল আফরোজা সুলতানা ইতিকে (১৮) অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় তাঁকে ভিন্ন এজাহারে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।