তারপরও শঙ্কামুক্ত নয় ভারত
ভারতের এভাবে ঘুরে দাঁড়ানোকে অসাধারণ বলতেই হবে। বেঙ্গালুরু টেস্ট শুরুর আগে কোচ গৌতম গম্ভীর বলেছিলেনন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে।’ প্রথম ইনিংসে লজ্জার ৪৬ রানে অলআউট হওয়ার পর আজ যেভাবে ব্যাট করলেন ভারতীয়রা, সেটি গম্ভীরের দর্শনেরই তো প্রতিফলন।