ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নেমে চাপে বাংলাদেশ
ওয়ানডে, টি-টোয়েন্টি—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে পাঁচ ম্যাচের সবকটিই হেরেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মিরপুরে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের কাছে যেমন সংস্করণটিতে ধবলধোলাই এড়ানোর ম্যাচ, একই সঙ্গে স্বাগতিকদের জন্য সান্ত্বনা খোঁজার সুযোগ। তবে বাংলাদেশ ধুঁকছে এই ম্যাচেও।