Ajker Patrika

হারানো সিংহাসন ফিরে পেলেন লঙ্কান নারী ক্রিকেটার 

হারানো সিংহাসন ফিরে পেলেন লঙ্কান নারী ক্রিকেটার 

ছেলেদের ও মেয়েদের—দুই ধরনের ক্রিকেটেই ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে প্রথম জয় শ্রীলঙ্কার। নারীদের ক্রিকেটে কীর্তিটা লঙ্কানরা গত সপ্তাহে করেছে চামারি আতাপাত্তুর দুর্দান্ত এক ব্যাটিংয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার লঙ্কান অধিনায়ক পেয়েছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়ে। 

নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন আতাপাত্তু। ১৭ এপ্রিল পচেফস্ট্রুমে মেয়েদের ক্রিকেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকা করে ৫ উইকেটে ৩০১ রান। সেই রান তাড়া করে শ্রীলঙ্কা জিতেছে ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটে। ৪৪.৩ ওভারে ৪ উইকেটে লঙ্কানরা করে ৪ উইকেটে ৩০৫ রান। লঙ্কানদের ইতিহাস গড়ার রাতে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু। ১৩৯ বলে ২৬ চার ও ৫ ছক্কায় ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ৫৯ রানে নেন ১ উইকেট। ক্যারিয়ারসেরা ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আতাপাত্তু। এর আগে ২০২৩ সালের ৩ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন আতাপাত্তু। 

আতাপাত্তু ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরায় সিংহাসন খুইয়েছেন ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট। এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন ব্রান্ট। ইংল্যান্ড ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৬৪। তিন, চার ও পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও ভারতের স্মৃতি মান্ধানা। যেখানে ভলভার্ট এগিয়েছেন দুই ধাপ। মুনি ও মান্ধানা পিছিয়েছেন এক ধাপ করে। 

টি-টোয়েন্টিতে ৪৯৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আছেন ৬ নম্বরে।

তবে উন্নতি হয়েছে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। মেয়েদের ক্রিকেটে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে করাচিতে গত ১৮ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪০ রান করে অপরাজিত থাকেন ম্যাথুস। বোলিংয়ে নেন ১৭ রানে ৩ উইকেট। ওয়ানডেতে উইন্ডিজ অধিনায়কের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত