Ajker Patrika

এ মাসের শেষেই ভারতের মেয়েরা আসছে বাংলাদেশে 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২১: ৩২
এ মাসের শেষেই ভারতের মেয়েরা আসছে বাংলাদেশে 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। 

বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে। 

দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।

২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)

ম্যাচ                                   তারিখ                     শুরুর সময় 
প্রথম টি-টোয়েন্টি              ২৮ এপ্রিল           সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি            ৩০ এপ্রিল          সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি              ২ মে                     বেলা ২টা 
চতুর্থ টি-টোয়েন্টি              ৬ মে                     বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি            ৯ মে                    সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত