বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪১ মিনিট আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
২ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২ ঘণ্টা আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২ ঘণ্টা আগে