ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে
দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
১৩ মিনিট আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা কে না জানেন! শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেএ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
২ ঘণ্টা আগে৬৩১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। সেই রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ আজ রশিদের। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হচ্ছে এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারের এম আই কেপটাউন-পার্ল রয়্যালস ম্যাচ। রশিদ এম আই কেপটাউনের অধিনায়ক। এক ন
৩ ঘণ্টা আগে