ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ভারত সিরিজেও ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা একই। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে সমস্যা ব্যাটিংয়েই রয়েছে।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও ভারতের বিপক্ষে করতে হতো একই রান। তবে ১৪৬ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০ রানে ৪ উইকেট। বিপদে পড়া বাংলাদেশের লড়াইটা হয়েছে মূলত জ্যোতির সঙ্গে ভারতীয় বোলারদের। বাংলাদেশের ১০১ রানের মধ্যে অধিনায়কেরই একার ৫১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৫ রান করে ফেলে ভারত। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও ইয়াসতিকা ভাটিয়া ততক্ষণে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন। বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। ১৪৫ রানে ৭ উইকেটে থেমে যায় সফরকারীদের ইনিংস। বোলারদের শেষের দিকের বোলিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ভারত সিরিজেও ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা একই। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে সমস্যা ব্যাটিংয়েই রয়েছে।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও ভারতের বিপক্ষে করতে হতো একই রান। তবে ১৪৬ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০ রানে ৪ উইকেট। বিপদে পড়া বাংলাদেশের লড়াইটা হয়েছে মূলত জ্যোতির সঙ্গে ভারতীয় বোলারদের। বাংলাদেশের ১০১ রানের মধ্যে অধিনায়কেরই একার ৫১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৫ রান করে ফেলে ভারত। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও ইয়াসতিকা ভাটিয়া ততক্ষণে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন। বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। ১৪৫ রানে ৭ উইকেটে থেমে যায় সফরকারীদের ইনিংস। বোলারদের শেষের দিকের বোলিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’
আরও পড়ুন:
কিছুতেই যেন কিছু হচ্ছিল না তাওহীদ হৃদয়ের। লিগ পর্বের প্রথম ১২ ম্যাচে ছিল না কোনো ফিফটি। তবে প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর হৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম ইকবালের প্রতি।
১৬ মিনিট আগেবিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
১১ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
১১ ঘণ্টা আগে