Ajker Patrika

ব্যাটারদের দিকেই আঙুল তুললেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২: ০৫
Thumbnail image

অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ভারত সিরিজেও ধরে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর থেকে সিলেট—ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্রটা একই। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মতে সমস্যা ব্যাটিংয়েই রয়েছে। 

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও ভারতের বিপক্ষে করতে হতো একই রান। তবে ১৪৬ রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩০ রানে ৪ উইকেট। বিপদে পড়া বাংলাদেশের লড়াইটা হয়েছে মূলত জ্যোতির সঙ্গে ভারতীয় বোলারদের। বাংলাদেশের ১০১ রানের মধ্যে অধিনায়কেরই একার ৫১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’ 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।  ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৫ রান করে ফেলে ভারত। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও ইয়াসতিকা ভাটিয়া ততক্ষণে ৪৫ রানের জুটি গড়ে ফেলেছেন। বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানো সেখান থেকেই। ১৪৫ রানে ৭ উইকেটে থেমে যায় সফরকারীদের ইনিংস। বোলারদের শেষের দিকের বোলিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত