অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সব কটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটের ছয় ম্যাচের কোনোটাতেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েদের হতশ্রী পারফরম্যান্স সত্ত্বেও হতাশ নন জালাল ইউনুস।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া মেয়েদের ক্রিকেটে সীমিত ওভারের ছয় ম্যাচের সবকটিই হয়েছে মিরপুরে। ৯৫, ৯৭ ও ৮৯—সংখ্যা তিনটি তিন ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের স্কোরকার্ড। সব মিলে স্বাগতিকেরা করেছে ২৮১ রান। যার মধ্যে ৬৩ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। নিগার সুলতানা জ্যোতিদের ব্যাটিং কতটা হতশ্রী, তা এখানেই স্পষ্ট। টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ১০০ পেরোলেও অস্ট্রেলিয়া জিতেছে হেসেখেলেই। মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টি ছিল এই সংস্করণে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। একই সঙ্গে সিরিজ থেকে সান্ত্বনা পাওয়ারও ম্যাচ। তবে অস্ট্রেলিয়া ১৫৫ রান করার পর বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৮ রানে।
অস্ট্রেলিয়া নারীদের বাংলাদেশ সফর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম। এতদিন পরে এলেও সিরিজজুড়েই দারুণ খেলেছে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেরই বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চাপে পড়লেও সফরকারীরা সহজেই উতড়ে গেছে। মিরপুরে আজ গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল বলেন, ‘প্রথমে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া হচ্ছে সেরা দল। মেয়েদের ক্রিকেটের মধ্যে শারীরিকভাবে বলেন, মানসিকতার দিক থেকে বলেন, অস্ট্রেলিয়া সেরা দল। ভারত, ইংল্যান্ডের থেকেও। তাদের সঙ্গে আমাদের মেয়েরা খেলেছে আমি মনে করি, মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আশা করি, এটা ঠিক হয়ে যাবে।’
ব্যর্থ হলেও বাংলাদেশের নারী ক্রিকেট দল নিয়ে আশার কথা শুনিয়েছেন জালাল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘কিছু নতুন খেলোয়াড় আছে। তাদের মানিয়ে নিতে সময় লাগবে। আশা করি ১-২ বছরের মধ্যে এটা ভালো দল হবে। বোলিং মোটামুটি ভালো। সামনের দিকে আরও ভালো হবে।’
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা রয়েছে। সেই হিসেব করলে পাঁচ-ছয় মাসের মতো সময় রয়েছে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলে বাংলাদেশের মেয়েদের উপকার হয়েছে বলে মনে করেন জালাল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘নিশ্চয়ই যারা টিম ম্যানেজমেন্টে আছে ওমেন্স উইংয়ে, তারা অবশ্যই দেখবেন। কারণ সামনে আমাদের বড় সুবিধা হল আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সঙ্গে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না। কিন্তু শক্তিশালী দলের সঙ্গে খেললে আমরা বুঝতে পারব যে আমাদের কোথায় কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবেন অবশ্যই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সব কটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটের ছয় ম্যাচের কোনোটাতেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েদের হতশ্রী পারফরম্যান্স সত্ত্বেও হতাশ নন জালাল ইউনুস।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া মেয়েদের ক্রিকেটে সীমিত ওভারের ছয় ম্যাচের সবকটিই হয়েছে মিরপুরে। ৯৫, ৯৭ ও ৮৯—সংখ্যা তিনটি তিন ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের স্কোরকার্ড। সব মিলে স্বাগতিকেরা করেছে ২৮১ রান। যার মধ্যে ৬৩ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। নিগার সুলতানা জ্যোতিদের ব্যাটিং কতটা হতশ্রী, তা এখানেই স্পষ্ট। টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ১০০ পেরোলেও অস্ট্রেলিয়া জিতেছে হেসেখেলেই। মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টি ছিল এই সংস্করণে ধবলধোলাই এড়ানোর ম্যাচ। একই সঙ্গে সিরিজ থেকে সান্ত্বনা পাওয়ারও ম্যাচ। তবে অস্ট্রেলিয়া ১৫৫ রান করার পর বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৮ রানে।
অস্ট্রেলিয়া নারীদের বাংলাদেশ সফর ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম। এতদিন পরে এলেও সিরিজজুড়েই দারুণ খেলেছে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেরই বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ে চাপে পড়লেও সফরকারীরা সহজেই উতড়ে গেছে। মিরপুরে আজ গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল বলেন, ‘প্রথমে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া হচ্ছে সেরা দল। মেয়েদের ক্রিকেটের মধ্যে শারীরিকভাবে বলেন, মানসিকতার দিক থেকে বলেন, অস্ট্রেলিয়া সেরা দল। ভারত, ইংল্যান্ডের থেকেও। তাদের সঙ্গে আমাদের মেয়েরা খেলেছে আমি মনে করি, মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আশা করি, এটা ঠিক হয়ে যাবে।’
ব্যর্থ হলেও বাংলাদেশের নারী ক্রিকেট দল নিয়ে আশার কথা শুনিয়েছেন জালাল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘কিছু নতুন খেলোয়াড় আছে। তাদের মানিয়ে নিতে সময় লাগবে। আশা করি ১-২ বছরের মধ্যে এটা ভালো দল হবে। বোলিং মোটামুটি ভালো। সামনের দিকে আরও ভালো হবে।’
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা রয়েছে। সেই হিসেব করলে পাঁচ-ছয় মাসের মতো সময় রয়েছে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলে বাংলাদেশের মেয়েদের উপকার হয়েছে বলে মনে করেন জালাল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘নিশ্চয়ই যারা টিম ম্যানেজমেন্টে আছে ওমেন্স উইংয়ে, তারা অবশ্যই দেখবেন। কারণ সামনে আমাদের বড় সুবিধা হল আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সঙ্গে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না। কিন্তু শক্তিশালী দলের সঙ্গে খেললে আমরা বুঝতে পারব যে আমাদের কোথায় কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবেন অবশ্যই।’
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
১ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১৯ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে