জীবনে বহু ঘুঘু দেখেছি, নানকের উদ্দেশে তৈমূর
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি জীবনে বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে মারেনি। আমার সঙ্গে থাকা কর্মী ইব্রাহিম মারা গেছে। আল্লাহ যেহেতু তখন রহমত করেছে, বাকি সময়েও করবে