Ajker Patrika

টিকা কার্যক্রম পরিচালনায় র‍্যাব-পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩০
টিকা কার্যক্রম পরিচালনায় র‍্যাব-পুলিশ

নারায়ণগঞ্জে করোনার টিকা নিতে এসে ক্ষুব্ধ জনতার হামলার পর পুলিশি প্রহরায় টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় টিকা কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করে র‍্যাব ও পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার দীর্ঘ সময় ধরে টিকার লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হামলা-ভাঙচুর চালিয়েছিলেন গ্রাহকেরা। এই ঘটনার পর গতকাল থেকে ২০টি পৃথক বুথে নারী-পুরুষের টিকা দেওয়া শুরু হয়। গ্রাহকদের অধিকাংশই পোশাকশ্রমিক। বাড়তি ভিড়ের কারণে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয় র‍্যাব ও পুলিশ সদস্যদের।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনীক বিশ্বাস বলেন, ‘আজ (বুধবার) ২০টি বুথে টিকা দেওয়া হচ্ছে। ’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘টিকা নিতে আসা গ্রাহকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত