ফরজ নামাজ আদায়ের গুরুত্ব
ইসলামের পাঁচ স্তম্ভের একটি নামাজ। নামাজ দ্বীনের খুঁটি। তাঁবুর জন্য যেমন খুঁটি প্রয়োজন, ইসলামের জন্য তেমন নামাজ প্রয়োজন। খুঁটিবিহীন তাঁবুর যেমন কোনো মূল্য নেই, নামাজবিহীন ইসলামেরও কোনো মূল্য নেই। হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) বলেন,