Ajker Patrika

ফজিলতের নামাজ সালাতুত তাসবিহ

মুফতি আবু আবদুল্লাহ আহমদ
আপডেট : ২৯ মে ২০২২, ১৬: ৩১
ফজিলতের নামাজ সালাতুত তাসবিহ

সালাতুত তাসবিহ বিশেষ ফজিলতপূর্ণ নফল নামাজ। এ নামাজ সম্ভব হলে প্রতিদিন একবার, তা না পারলে প্রতি সপ্তাহে একবার, তা-ও সম্ভব না হলে প্রতি মাসে একবার, তা-ও সম্ভব না হলে প্রতিবছরে একবার, তা-ও যদি সম্ভব না হয় তাহলে জীবনে অন্তত একবার হলেও পড়ার কথা বলা হয়েছে হাদিসে। সালাতুত তাসবিহ আদায় করলে জীবনের প্রকাশ্য-অপ্রকাশ্য, সগিরা-কবিরা, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, আগের-পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।

নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় ছাড়া রাত ও দিনের যেকোনো সময় সালাতুত তাসবিহ আদায় করা যায়। তবে জোহরের আগের সময়টিকে অনেকে উত্তম বলেছেন। সালাতুত তাসবিহ এক নিয়তে চার রাকাত। এ নামাজ একাকী আদায় করতে হয়, জামাতসহকারে পড়া মাকরুহ। অন্যান্য নামাজের মতো এ নামাজেরও বিশেষ শব্দে নিয়ত করতে হবে—এমন বাধ্যবাধকতা নেই। প্রথম রাকাতে সানা পড়ার পর কেরাত শুরু করার আগে ১৫ বার ‘সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর’ পড়বে। তারপর সুরা ফাতিহা ও অন্য যেকোনো একটি সুরা পাঠ করার পর ১০ বার একই তাসবিহ পড়বে। এরপর রুকুতে গিয়ে রুকুর নিয়মিত তাসবিহ পড়ার পর ১০ বার, রুকু থেকে উঠে দোয়া পড়ার পর ১০ বার, এরপর সেজদায় গিয়ে নিয়মিত তাসবিহ পড়ার পর ১০ বার, সেজদা থেকে উঠে ১০ বার, দ্বিতীয় সেজদায় তাসবিহ পড়ার পর ১০ বার একই তাসবিহ পাঠ করবে। এভাবে প্রতি রাকাতে ৭৫ বার করে মোট ৩০০ বার হবে। কোনো এক স্থানে উক্ত তাসবিহ পড়তে ভুলে গেলে অথবা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী সময়ে যখন স্মরণে আসবে, তখন তা যোগ করে নেবে।

(সূত্র: তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত