সময়টা এখন শান্তর
কতটা সাহস ও একাগ্রতা থাকলে চড়াই-উতরাই, সমালোচনার স্তূপ সরিয়ে ‘এভাবেও ফিরে আসা যায়’। কত সুযোগ হাতছাড়া, কঠিন হয়ে উঠেছিল ক্যারিয়ারের পথচলা। সেখান থেকে আজ কোথায় দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত! একেকটা সেঞ্চুরি আর উড়ন্ত ‘চুমু’ যেন বলছে, ‘চাইলেই ফিরে আসা যায়।’