Ajker Patrika

বড় দুঃসংবাদ, শান্তর এশিয়া কাপ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৭
Thumbnail image

ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্টের বাকি অংশে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। পুনর্বাসনের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

শান্তও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর। দুই ম্যাচে করেছেন ১৯৩ রান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাল্লেকেলে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর লাহোরে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত। 

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরদিন এমআরআই করানো হয়। শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশা আল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

শান্তর ছিটকে যাওয়া নিয়ে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘ব্যাটিংয়ের সময়ই হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিল। ফিল্ডিংও করেনি। এমআরই স্ক্র্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতকর্তা হিসেবে সে আর এই টুর্নামেন্টে খেলবে না। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত