Ajker Patrika

সাকিবের মতো অধিনায়ক হতে চান শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১২
Thumbnail image

ছয় বছরের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক চড়াই–উতরাই পেরিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাজে সময়ের পর পরিশ্রম করে ফিরেছেন স্বরূপে। টপ অর্ডারে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের আস্থার নাম। এই শান্তকে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচে দেখা যাবে নতুন আরেক ভূমিকায়।

কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন শান্ত। সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন লিটন দাস। শেষ ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে লিটনকে। যার ফলে শান্তকেই এই ম্যাচের জন্য অধিনায়কত্ব দিয়েছে বিসিবি।

ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত জানিয়েছেন, সাকিবদের থেকে যা শিখেছেন এত দিন সেভাবেই অধিনায়কত্ব করতে চান তিনি। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার (অধিনায়কত্ব করা)। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশা আল্লাহ। 

শান্তর পছন্দ তাঁর অধিনায়ক সাকিবের নেতৃত্ব। মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করেন। তবে সাকিব তাঁর কাছে একটু আলাদাই। তাই বললেন, ‘আমার সব সময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। এম এস ধোনিকে সবাই পছন্দ করে। সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন, পরিকল্পনা, মাঠে সবাইকে নিয়ন্ত্রণ করা, আমি খুবই উপভোগ করি।’

জাতীয় দল ছাড়াও বিপিএলে সাকিবের অধীনে খেলেছিলেন শান্ত। সেই সূত্রে বললেন, ‘বিপিএলে তাঁর অধীনে খেলার সময় আমি অনেক কিছু শিখেছি। চেষ্টা করব আমার যা অভিজ্ঞতা আছে আর বড় ভাইদের থেকে যে জিনিস শিখেছি, মাঠে ছোট ছোটভাবে কাজে লাগাতে।’

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে এবং শান্তকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। শান্ত, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, ও মেহেদী হাসান মিরাজ ফিরেছেন দলে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। নিশ্চিত শান্তও চাইবেন নেতৃত্বের অভিষেকটা জয় দিয়েই রাঙাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত