ভারতে ধ্রুপদি ভাষার মর্যাদা পেল বাংলা
বাংলাকে ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া ভাষাকেও ধ্রুপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।