Ajker Patrika

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩৮
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে তাঁকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। অধিবেশনের বিরতিতে নিউইয়র্ক সময় মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। 

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউনূস একই সময়ে নিউইয়র্কে অবস্থান না করায় এবার তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না। তবে এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। 

 এ ছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনার আয়োজন করেছে। ইউনূস এই আলোচনায় যোগ দেবেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীতপ্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন। 

এর আগে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। সরকারি প্রতিনিধি দল, নিরাপত্তা, প্রটোকল ও গণমাধ্যমসহ সব মিলিয়ে এবার ৫৬ জন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত