মাটি কেটে সাবাড়, তীব্র হচ্ছে ভাঙন: অরক্ষিত কীর্তনখোলা নদীর দুই তীর
বরিশালের কীর্তনখোলা নদীর তীর এবং সংলগ্ন ফসলি জমি থেকে মাটি কেটে সাবাড় করে ফেলছে সংঘবদ্ধ চক্র। এই চক্রটি নদী তীর সংরক্ষণের ব্লকও তুলে বিক্রি করে দিচ্ছে। সদর উপজেলার তালতলী, চরমোনাইর গিলাতলি-পশুরকাঠী, চরকাউয়ার পামের হাট এলাকায় ফসলি জমি কেটে সাবাড় করা হচ্ছে। এভাবে অবৈধভাবে দেদারসে মাটি কাটায় নদী ভাঙন ত