অতীতের কাজা নামাজের বিধান
অতীত জীবনে কাজা হয়ে যাওয়া নামাজ আদায়ের প্রয়াসকে উমরি কাজা বলা হয়। উমরি কাজা আদায় করা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি লক্ষ করা যায়। অনেকে উমরি কাজার পরিবর্তে নফল আদায়ের পরামর্শ দেন। তবে এ বিষয়ে সঠিক কথা হলো, উমরি কাজা কোরআন, হাদিস, সাহাবিদের আমল এবং আলেমদের ইজমা থেকে প্রমাণিত। তা আদায় করা আবশ্যক।